কী আছে পদকে
প্যারিস অলিম্পিকে মোট ইভেন্ট ছিল ৩২৯টি। ৩২টি ভিন্ন ভিন্ন খেলায় অ্যাথলেটদের গলায় উঠেছে ৫ হাজার ৮৪টি পদক। তবে এবারের পদক অন্যান্য অলিম্পিক পদকের চেয়ে বেশ আলাদা। এবারে পদকজয়ীরা শুধু পদক নয়, বাড়ি ফিরছেন ইতিহাসের অংশ গলায় ঝুলিয়ে। স্বয়ং আইফেল টাওয়ার স্থান পাবে তাঁদের গলায়।
১৮৯৯ সালে নির্মাণ শেষ হওয়ার পর থেকে নিয়মিত বিরতিতে চলেছে আইফেল টাওয়ারের রক্ষণাবেক্ষণের কাজ। রক্ষণাবেক্ষণের সময় ঝুঁকিপূর্ণ লোহার ফ্রেম খুলে প্রতিস্থাপন করা হতো নতুন ফ্রেম। খুলে রাখা সেসব লোহাই এবারের অলিম্পিক পদকে স্থান পেয়েছে। এক শতাব্দী পর প্যারিসে বসেছিল অলিম্পিক। ভালোবাসার শহরে ফেরত আসা অলিম্পিককে স্মরণীয় করে রাখতে বিন্দুমাত্র কমতি রাখেনি প্যারিস। ভিলেজ, রেস্তোরাঁ থেকে শুরু করে পদক—সব জায়গাতেই ছিল নতুনত্বের ছোঁয়া।