দীর্ঘ হবে সরকারের মেয়াদ

আজকের পত্রিকা প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪, ০৯:৪০

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকার কত দিন থাকবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। সরকারের মেয়াদ নিয়ে উপদেষ্টারা সুস্পষ্ট কিছু বলছেন না। তাঁরা বলছেন, নির্বাচনের আগে দরকার রাষ্ট্রীয় কাঠামোয় সংস্কার, রাষ্ট্র রূপান্তর। গত বুধবার নয়াপল্টনে বিএনপি দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন দাবি করলেও বিশ্লেষকেরা বলছেন, সংবিধানে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হলেও এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাই বেশি।



ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। পরদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বাতিল করেন। শেখ হাসিনার পদত্যাগের পর তিন দিন দেশ ছিল সরকারবিহীন। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। রাষ্ট্র সংস্কারের প্রত্যাশায় যাত্রা শুরু করা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা রয়েছেন ১৬ জন। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টাসহ ১৪ জনের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার রাতে শপথ নেননি। তাঁদের দপ্তরও বণ্টন করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us