জামিন পেলেন বিএনপির রিজভী, জামায়াতের পরওয়ার ও বিজেপির আন্দালিবসহ অন্যরা

প্রথম আলো প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৪, ১৫:৩৯

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির গ্রেপ্তার কেন্দ্রীয় নেতারা।


অন্যান্য দলের মধ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জামিন পেয়েছেন।


ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার জামিনের এ আদেশ দেন। প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন রুহুল কবির রিজভী ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যদের আইনজীবী ও বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন।


বিএনপিপন্থী আইনজীবীরা বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েক দিনে যেসব নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছিলেন, তাঁদের মধ্যে আজ যাঁদের জামিন চেয়ে আবেদন করা হয়েছিল, তাঁদের প্রত্যেকের জামিন মঞ্জুর করেছেন আদালত।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us