অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলস। ৯.৭৯ সেকেন্ডে দৌড় শেষ করেন বিশ্বের নতুন দ্রুততম মানব হয়েছেন তিনি।
রোববার স্তাদ দ্য ফ্রাঁসের ট্র্যাকে মিলি সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় হন জ্যামাইকার কিশানে থমসন, ৯.৮১ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্ররই ফ্রেড কার্লি।
লাইলসের সোনা জেতায় ১০০ মিটার স্প্রিন্টে ২০ বছর পর সোনা জিতল যুক্তরাষ্ট্র। ২০০৪ সালে জাস্টিন গ্যাটলিনের পর যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে এই ইভেন্টে দাপট দেখাতে থাকে জ্যামাইকা। বলা ভালো উসাইন বোল্ট। কিংবদন্তি এই দৌড়বিদ ২০০৮ থেকে ২০১৬ টানা তিনবার জেতেন সোনা।