সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনের রূপ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বান উপেক্ষা করে সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে।
শনিবার ঢাকায় বিশাল সমাবেশ করে নাগরিক ছাত্রসংগঠন এবং পেশাজীবী সংগঠনের সঙ্গে মিলে ‘সম্মিলিত মোর্চা’ গঠনের ঘোষণা দিয়ে তারা বলেছে, শিগগিরই তারা ‘ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা’ সবার সামনে আনবে।
এদিনও দেশের নানা জায়গায় সংঘাত ঘটেছে; এক পথচারীর মৃত্যুর পাশাপাশি অন্তত ২০ জনের আহত হওয়ার খবর মিলেছে। বিভিন্ন জায়গায় পুলিশসহ সরকারি যানবাহন ও স্থাপনায়ও ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়েছে।