কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের সময় ২০ জুলাই রাজধানীর কাফরুলে বুকে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী জোহানুল ইসলাম (১৮)। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, গুলিতে বুকের হাড় ফেটে গেছে।
রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন জোহানুল। গতকাল শনিবারের তথ্য অনুযায়ী, জোহানুলসহ ১৬ জন এই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একটি শিশুও আছে।
সবাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে আহত হয়েছেন। হাসপাতালের নিবন্ধন খাতায় এই ১৬ জনের নামের পাশে ‘গানশট ইনজুরি’ (গুলিতে আহত) লেখা আছে।
গতকাল শনিবার বিকেলে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. খায়রুল আনাম প্রথম আলোকে বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে এই হাসপাতালে হাতে, পায়ে, বুকে ও চোখে গুলিবিদ্ধ অবস্থায় ২২ জনকে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন থাকা কারও কারও শরীরে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করার প্রয়োজন হতে পারে।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ৯ জনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের কেউ বাসা থেকে খাবার খেতে বেরিয়ে, কেউ ওষুধ কিনতে বেরিয়ে কেউবা বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন।