যুক্তরাষ্ট্রের নানা বর্ণের মানুষ আর তরুণ ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কমলা হ্যারিসের প্রতি সমর্থন বেশ ভালো বলা চলে। বাইডেন প্রেসিডেন্ট পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগে তাঁর প্রতি যে সমর্থন ছিল, এখন কমলার প্রতি সমর্থন তাঁর তুলনায় বেশ খানিকটা বেড়েছে।
সিএনএন/এসএসআরএসের সর্বশেষ জরিপে উঠে এসেছে এমনই চিত্র। জরিপের তথ্য বলছে, কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে কমলার প্রতি সমর্থন ৭৮ শতাংশ, অন্যদিকে ট্রাম্পের প্রতি সেই সমর্থন ১৫ শতাংশ। গত এপ্রিল ও জুনে সিএনএনের জরিপের তথ্য বলছে, এই ভোটারদের মধ্যে বাইডেনের প্রতি সমর্থন ছিল ৭০ শতাংশ এবং ট্রাম্পের প্রতি ২৩ শতাংশ।