অনন্ত আম্বানির বিশেষ অতিথিরা যে উপহার পেলেন

যুগান্তর প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ১৯:৩৯

অতিথিদের আতিথেয়তায় কোনও ত্রুটি রাখতে চান না গৃহস্থেরা। আম্বানি পরিবারের বিয়েতে সে কথা যেন আরও এক বার প্রমাণ হল। মুকেশ এবং নীতার কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিবাহ উৎসব চলছে প্রায় সপ্তাহ জুড়ে। দেশ-বিদেশ থেকে অতিথিরা এসে জড়ো হয়েছেন জিও কনভেনশন সেন্টারে। এই মহাযজ্ঞে উপস্থিত থাকার জন্য অনন্ত আম্বানী অতিথিদের উপহার হিসেবে দিয়েছেন বহুমূল্যের ঘড়ি। ‘ওদুমার পিগে’ নামক সেই সংস্থার সীমিত সংস্করণের ঘড়ির দাম প্রায় দুকোটি টাকা। ‘অডোমাজ পিগে’ ঘড়িটির জন্ম কোথায়?


‘সুইস ওয়াচ’ বা সুইজারল্যান্ডে তৈরি ঘড়ির কদর রয়েছে গোটা বিশ্বে। ‘ওদুমার পিগে’ সংস্থাটি আদতে সেখানকারই। জুল লুই ওদুমার এবং এদুয়ার আগুস্ত পিগে সুইজারল্যান্ডের লে ব্রাসুস শহরে ১৮৭৫ সালে প্রথম তৈরি করেন এই ঘড়ি। ওই দুজনের নামানুসারে সংস্থার নাম হয় ‘ওদুমার পিগে’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us