ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদনের হার ১০০%: শিল্পমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ২০:১৪

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নবনির্মিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় (জিপিইউএফপি) বর্তমানে ইউরিয়া সার উৎপাদনের হার ১০০ শতাংশ। অর্থাৎ পুরো ক্ষমতা বা সামর্থ্য অনুযায়ী সার উৎপাদন চলছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ (এমএইচআই) ও চীনের সিসি সেভেনের যৌথ প্রচেষ্টায় ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।


মন্ত্রী আজ শনিবার জিপিইউএফপি পরিদর্শন শেষে কারখানার ভিআইপি গেস্টহাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। এ সময় নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দীলিপ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা সিদ্দিক রোজী, শিল্পসচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত শিল্পসচিব মো. শামীমুল হক, বিসিআইসির চেয়ারম্যান মো. সাইদুর রহমান, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের (জিপিইউএফপি) পরিচালক মো. সাইদুর রহমান, এমএইচআইয়ের প্রকল্প পরিচালক হিরোতেসি ও প্রকল্প ব্যবস্থাপক ইউইচি চাইমা উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us