সদ্য বিদায়ী অর্থবছরের (২০২৩–২৪) নয় মাসের (তৃতীয় কোয়ার্টার পর্যন্ত) হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা ওই অর্থবছরের ৬ মাসের হিসাবে ছিল ৩ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শিল্প খাতে প্রবৃদ্ধি বাড়ায় এবার মোট প্রবৃদ্ধি বেড়েছে।
মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
বিবিএসের হিসাবে বলা হয়েছে, টাকার অংকে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮ হাজার ৬৩২ বিলিয়ন ডলার বা ৮ লাখ ৬৩ হাজার ২০০ কোটি টাকা।