নতুন কারিকুলামে পাঠদান নিয়ে শুরু থেকে সারা দেশের অভিভাবকদের অনেক আপত্তি ছিল। তাদের আপত্তি আমলে না নিয়ে কারিকুলাম বাস্তবায়ন শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই কারিকুলামে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার নাম দেওয়া হয়েছে ‘ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন’, যা শুরু হয়েছে গত বুধবার থেকে।
ব্যতিক্রমী প্রক্রিয়ায় শুরু হওয়া এই পরীক্ষা বা মূল্যায়নের প্রথম দিনেই উঠেছে বিতর্ক। কারণ, পরীক্ষা শুরু হওয়ার আগের রাতেই ফাঁস হয়ে যায় এর প্রশ্নপত্র। এ নিয়ে সারা দেশে শুরু হয় তুমুল আলোচনা। একদিকে নতুন কারিকুলাম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, অন্যদিকে প্রশ্নফাঁস-- দুইয়ে মিলে বেশ উৎকণ্ঠায় আছেন অভিভাবকরা।
যদিও শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, বর্তমান কারিকুলামে মূল্যায়ন প্রক্রিয়া দক্ষতাভিত্তিক। তাই প্রশ্নপত্র ফাঁস হলেও সার্বিক মূল্যায়নে কোনো সমস্যা হবে না।