বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (ইডি) আব্দুর রশীদকে পূর্ণ দায়িত্ব না দিয়ে তাঁর মূল পদ অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে সরিয়ে নেওয়া হলো। বরং জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলাম মুকুলকে বিএমডিএর ইডি হিসেবে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আব্দুর রশীদকে সরিয়ে দেওয়ার পেছনে প্রকল্প পরিচালকদের (পিডি) দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁদের সঙ্গে যোগসাজশের অভিযোগ থাকার কথা জানিয়েছেন বিএমডিএর একাধিক কর্মকর্তা।
বিএমডিএর কর্মকর্তারা জানান, গভীর নলকূপের অপারেটর নিয়োগ, বদলি ও কর্মকর্তাদের পদোন্নতি ছাড়া অন্য কোনো কাজের ফাইল বিএমডিএর চেয়ারম্যানের কাছে যায় না। সমস্ত কাজই করে থাকেন ইডি।