ফের কৃচ্ছ্রসাধন কর্মসূচি

যুগান্তর প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১৬:৪২

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলায় নতুন অর্থবছরে ফের সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন কর্মসূচি আসছে। প্রকল্পের বরাদ্দ ঠিক রেখে অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ ব্যয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সব ধরনের ভূমি অধিগ্রহণ বন্ধ রাখা হতে পারে। তবে এক্ষেত্রে উন্নয়ন প্রকল্পের জন্য শর্ত শিথিল করা হবে। একইভাবে বিধিনিষেধ থাকবে সরকারি সব ধরনের আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণেও। অর্থ সাশ্রয়ের লক্ষ্যে বিদ্যুৎ খাতে নতুন অর্থবছরে যে বরাদ্দ থাকছে, এর একটি অংশের ব্যয়ও স্থগিতের আওতায় আনা হবে। আর ডলার সংকটের কারণে সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এসব বিষয় চূড়ান্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে অর্থ বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। প্রসঙ্গত, ২০২৩-২৪, ২০২২-২৩ এবং ২০২১-২২ অর্থবছরে সরকারি ব্যয়ে বিভিন্ন খাতে কৃচ্ছ্রসাধন ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে কোনো কোনো খাতে শর্তসাপেক্ষে তা শিথিল করা হয়।



এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বৈশ্বিক সংকট মোকাবিলায় অর্থ সাশ্রয়ের জন্য অনেক মন্ত্রণালয় ও বিভাগ উদাসীন। এটি অর্থ বিভাগ পর্যবেক্ষণ করেছে। কোনো কোনো মন্ত্রণালয় এ সংকটের মধ্যেও রাস্তা নির্মাণ, নতুন ভবন নির্মাণ, স্থাপনা খাতে ব্যয় করার প্রবণতা থেকে বের হতে পারছে না। চলতি অর্থবছরে এসব খাতে অর্থব্যয়ের জন্য অর্থ বিভাগের অনুমোদনও চাচ্ছে। প্রকৃত অর্থে এ সময়ে খাদ্য, জ্বালানি ও সার আমদানি ব্যয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। ফলে এ উদাসীনতার কারণে এ মুহূর্তে জরুরি নয়-এমন ব্যয়গুলো স্থগিতের বিষয়ে পর্যালোচনা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us