থেমেছে বৃষ্টি, ভারত-ইংল্যান্ড ম্যাচ ঠিক সময়ে গড়াবে?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৯:২৩

বেশ কয়েকদিন আগে থেকেই গায়ানায় প্রবল বৃষ্টির পূর্বাভাস মিলেছিল। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে নামছে ভারত ও ইংল্যান্ড। ম্যাচ চলাকালীন সময় থেকে শুরু করে আজ (বৃহস্পতিবার) বেশ কয়েক ঘণ্টা বৃষ্টিতে ক্যারিবীয় দ্বীপটিতে বৃষ্টি বাগড়া দিতে পারে। তাই সবার আগ্রহের কেন্দ্রে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এখনকার আবহাওয়ার সর্বশেষ অবস্থা। কিছুটা স্বস্তি মিলেছে, বৃষ্টি থেমে সেখানে উঁকি দিচ্ছে নরম রোদ।


বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। ওই মুহূর্তে সেখানে স্থানীয় সময় থাকবে সকাল সাড়ে ১০টা। একই সময়ে বৃষ্টির কথা জানাচ্ছে আবহাওয়া ওয়েবসাইটগুলো। এদিকে, সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার দীনেশ কার্তিক গায়ানার বর্তমান অবস্থার একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, কাভারে ঢেকে রাখা হয়েছে ম্যাচের পিচ, তবে তার আশপাশের উন্মুক্ত অংশে বৃষ্টির পানি রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us