মঞ্চে ফিরছেন অঞ্জন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ১৩:৩১

যে থিয়েটারের মঞ্চ থেকে অভিনেতা, গায়ক অঞ্জন দত্তকে সিনেমায় নিয়ে এসেছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন, অনেক কাল বাদে সেই মঞ্চে ফিরতে চলছেন অঞ্জন।


উইলিয়াম শেক্সপিয়ারের 'কিং লিয়ার' নাটকটি নিয়ে প্রত্যাবর্তন অধ্যায় শুরু করতে চান অঞ্জন দত্ত। এই খবর তিনি জানিয়েছেন হিন্দুস্তান টাইমসকে।


দর্শকদের উদ্দেশে অঞ্জন বলেন, "আপনারা নানা জায়গায় ছড়িয়ে আছেন। জানি কলকাতায় এসে আমার থিয়েটার দেখা সম্ভব নয়। তবে মৃণালদা (মৃণাল সেন) কিন্তু চাইতেন আমি থিয়েটারটা না থামাই। তাই এ বছর সিনেমা আর নয়। থিয়েটার করব। শেক্সপিয়ারের 'কিং লিয়ার' করব ভাবছি। এই ৭১ বছর বয়সে এসে আবার থিয়েটারে মজায় ফিরব।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us