কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি ছবির জন্য একটি চিত্র প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা ছবিটি মানুষের তোলা বলে জানা গেছে। কোনো এআই সফটওয়্যার ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়নি। এরপর অবশ্য আয়োজকেরা ছবিটিকে সেই প্রতিযোগিতার জন্য অযোগ্য হিসেবে ঘোষণা করে মনোনয়ন বাতিল করেছেন।
গত বছর আলোকচিত্রের জন্য চালু করা হয় ‘১৮৩৯ অ্যাওয়ার্ডস’। ছবির জন্য এ প্রতিযোগিতায় মানুষের তোলা ছবি ও এআইয়ে তৈরি ছবির আলাদা বিভাগও রয়েছে। দুই বিভাগের জন্যই এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ছবি বাছাইয়ের জন্য নির্বাচক হিসেবে কাজ করেন নিউইয়র্ক টাইমস, ক্রিস্টি ও গেটি ইমেজে কর্মরত অভিজ্ঞ আলোকচিত্রীরা। এই আয়োজনে এআই দিয়ে তৈরি ছবির জন্য ‘এআই ইমেজেস’ নামে আলাদা একটি বিভাগ রয়েছে। এই বিভাগে এআইয়ে তৈরি ছবি জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়।