ফোন হারিয়ে যাওয়াটা নতুন কোনো বিষয় না। তবে ফোন হারিয়ে যাওয়ার দুঃখের চেয়ে ভয় হয় ফোনে থাকা ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে। তবে এখন ফোন হারালেও আপনার ব্যক্তিগত তথ্য, ছবি বেহাত হওয়ার সম্ভাবনা নেই। গুগল এনেছে নতুন সুবিধা।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজের ফোনে ‘গুগল ফাইন্ড মাই ডিভাইস’ আগে থেকে সক্রিয় করে রাখতে পারেন। তাহলেই ফোন হারালেও চিন্তার কিছু নেই। তবে এবার গুগল নিয়ে এলো আরও নতুন প্রযুক্তি। যার মাধ্যমে ফোন কেউ চুরি করলেও ফোনে থাকা কোনো তথ্য চুরি করতে পারবে না।