অনেকেরই ধারণা ডায়াবেটিস মানেই বড়দের অসুখ। অথচ বড়দের মতো শিশুদের ও ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের ডায়াবেটিস দেখা যায়। ডায়াবেটিস মেলাইটাসের সঙ্গে ডায়াবেটিস ইনসিপিডাস ও শিশুদের হয়ে থাকে। সব ধরনের ডায়াবেটিসের উপসর্গ কাছাকাছি হলেও চিকিৎসা পদ্ধতি ভিন্ন।
ডায়াবেটিস কী?
ডায়াবেটিস বলতে মূলত ডায়াবেটিস মেলাইটাসকে বোঝায়। মানুষের শরীরের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক হরমোন নির্গত হয়। কোনো কারণে এই হরমোন নির্গত না হলে (টাইপ-১) অথবা এই হরমোনের কার্যক্ষমতা কমে গেলে (টাইপ-২) ডায়াবেটিস দেখা দেয়। এ ছাড়া কোনো কারণে শরীরে পানি ধরে রাখার হরমোন কমে গেলেও ডায়াবেটিস হয়, যাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস।