মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ব্যয় বাড়ছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:২১

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ (সাবেক বঙ্গবন্ধু বিশেষ অর্থনৈতিক অঞ্চল) প্রকল্পের ব্যয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অর্থনৈতিক অঞ্চলে একটি ৫০ এমএলডি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে ৫১৮ কোটি ৬১ লাখ ২১ হাজার ৬১৬ টাকা ব্যয় বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এটি ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় অতিরিক্ত কাজ।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টা দেখেছেন ও অনুমোদন করেছেন। এটি এখন সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় অনুমোদনের জন্য উপস্থান করা হবে। আগামীকাল বুধবার (৪ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হতে পারে। উপদেষ্টা পরিষদ কমিটি ব্যয় বাড়ানোর অনুমোদন দিলে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।


সূত্র জানিয়েছে, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন’ শীর্ষক প্রকল্প ২০১৬ সালের ২২ অক্টোবর একনেক থেকে অনুমোদন দেওয়া হয়। মূল ডিপিপি তে প্রকল্পটির মেয়াদকাল ছিল ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৬৩২ কোটি ৮২ লাখ ১৫ হাজার টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us