দাম্পত্য সম্পর্কের সবচেয়ে জরুরি এই নিয়মটা কি আপনি মানেন?

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ১৪:৫৫

সংসার সুখের হয় নারী–পুরুষ দুজনের গুণে। দাম্পত্য সম্পর্কে দুজনের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার বেশি, কার কম—এই প্রশ্নের উত্তর দম্পতিভেদে ভিন্ন। তবে দুজনের মধ্যে অপরকে যে বেশি ভালোবাসেন, তাঁর আবেগীয় নির্ভরতা বেশি। ফলে তিনি–ই অন্যজনের দ্বারা নিয়ন্ত্রণের শিকার হন বেশি। জেনে নেওয়া যাক দাম্পত্য সম্পর্কের সবচেয়ে জরুরি নিয়ম বা একমাত্র ‘গোল্ডেন রুল’।


কখনো তৃতীয় ব্যক্তির সামনে ‘ঝগড়া’ নয়


তৃতীয় ব্যক্তির সামনে কখনো কথা–কাটাকাটি বা ঝগড়া করবেন না। অন্য কোনো ব্যক্তির সামনে নিজেদের ব্যক্তিগত সমস্যা তুলে ধরবেন না। সেটা নিজের মা–বাবা, গৃহসঙ্গী বা সন্তান—কারও সামনে নয়। এমনকি তৃতীয় কোনো ব্যক্তির সামনে সঙ্গীকে ছোট করে কথা বলা যাবে না। তৃতীয় ব্যক্তি যখনই আপনাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে জড়াবেন, তখনই সেটা আপনাদের নাগালের বাইরে চলে যাবে। সম্পর্ক ‘ইমেজ সংকট’–এ পড়বে।


তাহলে কী করবেন?


নিজেদের সমস্যা নিজেরা একান্তে সমাধান করুন। খোলামেলা আলাপ-আলোচনা একটা সম্পর্কের গভীরতা নির্ধারণ করে দেয়। আপনি নিজের চিন্তা, মতামত, অভিজ্ঞতা, অনুভূতি বা বোঝাপড়া অপর পক্ষের সঙ্গে কতটা সততার সঙ্গে ভাগ করে নিচ্ছেন, তার ওপর নির্ভর করে আপনাদের সম্পর্কের গভীরতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us