মারমুখো বা আক্রমণাত্মক ম্যাগপাই বা দোয়েল পাখি কম বুদ্ধিমান হয় বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে।
‘দ্য ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (ইউডব্লিউএ)’-এর গবেষকরা উদ্ঘাটন করেছেন, যেসব দোয়েল নিজেদের দলের অন্যান্য সদস্যদের প্রতি মারমুখো বা আক্রমণাত্মক করে থাকে সে সব দোয়েল কম বুদ্ধিমান হয়।
‘ইউডব্লিউএ-এর স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস’-এর ড. লিজি স্পিচলির নেতৃত্বে এ গবেষণাটি বিজ্ঞান ও গবেষণাধর্মী জার্নাল ‘প্রসিডিংস অফ দ্য রয়্যাল সোসাইটি বি’-এ প্রকাশিত হয়েছে।