আজিজ ও বেনজীর তাহলে কাদের লোক

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ১৩:০০

ক্ষমতায় আসার পর এই প্রথম আওয়ামী লীগকে আত্মরক্ষামূলক কৌশল নিতে হচ্ছে। আগে যেকোনো বিষয়ে তারা বিএনপির বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলত। ব্যাংক থেকে টাকা লোপাট হচ্ছে। এর জন্য বিএনপি দায়ী। বিদেশে অর্থ পাচার হচ্ছে, বিএনপিই এটা প্রথম করেছে। ভোটারবিহীন ভোট হচ্ছে, জিয়াউর রহমান এর সূচনা করে গেছেন। মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর জন্যও বিএনপি দায়ী। তারাই র‍্যাব তৈরি করেছিল।


কিন্তু সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশপ্রধান বেনজীর আহমদের বিরুদ্ধে অনীত অভিযোগ এতই গুরুতর যে তাদের পক্ষে আওয়ামী লীগ নেতারা কোনো যুক্তিই দিতে পারছেন না। দায়িত্ব এড়াতে প্রথমে তাঁরা বললেন, আজিজ ও বেনজীরের অপরাধ ব্যক্তিগত, সরকার এর দায় নেবে না


কিন্তু যখন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের আইডি কেলেঙ্কারি ধরা পড়ল ও পুলিশপ্রধান বেনজীর আহমেদের আলাদিনের চেরাগ বের হতে থাকল, তখন সরকার আরও বিব্রত হলো।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিলেন, ‘বেনজীর আমাদের দলের লোক নয়। জ্যেষ্ঠতা ও মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। তাঁর যোগ্যতায় ও জ্যেষ্ঠতার কারণে সেনাপ্রধান হয়েছেন। এখন ভেতরে তাঁরা যদি কোনো অপকর্ম করেন, এটা যখন সরকারের কাছে আসে তখন তাঁদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে।’


এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আজিজ-বেনজীর আওয়ামী লীগেরই সৃষ্টি। সরকারে অসংখ্য আজিজ ও বেনজীর আছেন। কাদের সাহেব মির্জা সাহেবের অভিযোগের সরাসরি জবাব না দিয়ে বিএনপির আমলে কী কী দুর্নীতি হয়েছে, কজনকে ডিঙিয়ে মইন উ আহমদকে সেনাপ্রধান করা হয়েছিল, সেই ফিরিস্তি দিলেন।


তবে তিনি কেবল বিএনপির ওপরই ক্ষুব্ধ হননি। ক্ষোভ প্রকাশ করেছেন টিআইবি ও সুজনের বিরুদ্ধেও। বলেছেন, ‘আজ টিআইবি একটা আছে, সুজন আছে, সুজন না কুজন জানি না। ফখরুল, গয়েশ্বর যে সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। আজ মানুষের প্রশ্ন, টিআইবি ও সুজন কি বিএনপির “বি” টিম? যে সুরে কথা বলে, কোনো পার্থক্য নেই, একই সুরে সরকারের বিরুদ্ধে কথা বলে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us