মাংসপেশির ব্যথা বা মায়ালজিয়া বিভিন্ন কারণে হতে পারে। অতিরিক্ত শারীরিক কার্যকলাপ বা ভারী পরিশ্রম করলে, যেমন দৌড়, ম্যারাথন কিংবা অতিরিক্ত ব্যায়ামে মাংসপেশিতে চাপ পড়ে এবং ব্যথা হতে পারে। শারীরিক আঘাত, যেমন পড়ে যাওয়া বা দুর্ঘটনায় মাংসপেশিতেও আঘাত লাগে এবং ব্যথার সৃষ্টি করতে পারে।
দীর্ঘ সময় ভুল দেহভঙ্গিতে বসে থাকা বা দাঁড়িয়ে থাকার ফলে মাংসপেশিতে চাপ পড়ে এবং ব্যথা হতে পারে। মাংসপেশির স্ট্রেন (strain) বা স্প্রেন (sprain) হলেও ব্যথা হতে পারে। টেনশন বা মানসিক চাপে মাংসপেশি শক্ত হয়ে যায় এবং ব্যথা হয়।
কিছু সংক্রমণ, যেমন ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু বা অন্যান্য ভাইরাল সংক্রমণ পেশিতে ব্যথা সৃষ্টি করতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা লুপাসের মতো অটোইমিউন রোগে মাংসপেশিতে ব্যথা হতে পারে। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ব্যথার কারণ হতে পারে, যেমন রক্তে চর্বি কমানোর ওষুধ। আবার শরীরে ইলেকট্রোলাইটের (যেমন পটাশিয়াম ও ক্যালসিয়াম) ভারসাম্যহীনতায় ব্যথা হতে পারে।