করজালে ধনী থেকে নিম্নবিত্ত, বিনাপ্রশ্নে কালো টাকা সাদা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ০৮:১৯

সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। বিশাল এই রাজস্ব আয়ের লক্ষ্যে ধনী থেকে নিম্নবিত্ত সবাইকে করজালের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে থাকছে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ।


মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষকে এবার কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন পক্ষ থেকে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি তোলা হয়েছিল। তবে তাতে কর্ণপাত করেননি অর্থমন্ত্রী। আগামী অর্থবছরে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখা হতে পারে। একই সঙ্গে প্রায় অর্ধশত পণ্যের উৎপাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট হার এবং সম্পূরক শুল্ক বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে অতি দরিদ্র থেকে কোটিপতি- সবাইকেই সমানভাবে বহন করতে হবে ভ্যাটের ভার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us