ইসরায়েলের অভ্যন্তরে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলা এবং তার জেরে শুরু হওয়া গাজা যুদ্ধ নিয়ে চলতি বছরের এপ্রিলে একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ।
ইসরায়েলি দৈনিক হারেৎজের খবর বলা হয়েছে, এই তদন্ত কমিশনের সদস্যদের নিয়োগে নানাভাবে বাধা সৃষ্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।