কম দামে ল্যাপটপ কেনার সুযোগ দিতে ঢাকায় নতুন দোকান চালু

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুন ২০২৪, ১৬:৩৫

শিক্ষার্থীদের পাশাপাশি নবীণ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের অনেকেই অর্থসংকটে ভালোমানের ল্যাপটপ কম্পিউটার কিনতে পারেন না। এ সমস্যা সমাধানে রাজধানীর যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করেছে ‘ল্যাপটপ প্যারাডাইস’। গত শনিবার ল্যাপটপ বিক্রেতা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওভো টেকনোলোজির প্রধান নির্বাহী কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ, ইলেকট্রো আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফিন, ম্যাক্স আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানসহ ল্যাপটপ প্যারাডাইসের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ মাহমুদ ও মোস্তাক আহমেদ।


অনুষ্ঠানে রাহিতুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে ফ্রিল্যান্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই ভূমিকা পালন করার প্রধান হাতিয়ার হচ্ছে ল্যাপটপ-কম্পিউটার। কিন্তু অনেক উদ্যোক্তা বা উদ্যোক্তা হতে আগ্রহীরা চাইলেও একসঙ্গে একাধিক ল্যাপটপ কিনে নিজের প্রতিষ্ঠান চালু করতে পারেন না। এ সমস্যা সমাধানে তুলনামূলক কম দামে ভালোমানের ল্যাপটপ বিক্রির উদ্যোগ নিয়েছে ল্যাপটপ প্যারাডাইস। কম দামের পাশাপাশি কিস্তিতে ল্যাপটপ বিক্রি করলে আরও বেশি মানুষ উপকৃত হতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us