বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। সোমবারও দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে তাপপ্রবাহের আওতা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
রোববার (২ জুন) সকাল থেকে সোমবার (৩ জুন) সকাল পর্যন্ত আট বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা বেশি ছিল সিলেটে। বৃষ্টি কম ছিল ঢাকা ও বরিশাল বিভাগে। এ সময়ে সবচেয়ে বেশি ২২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) খুলনা অঞ্চল ছাড়া সারাদেশে বিস্তার লাভ করেছে। দু-একদিনের মধ্যে মৌসুমি বায়ু খুলনা অঞ্চলে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল ঈশ্বরদী, তাড়াশ ও সিলেটে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে আটকে থাকলেও গরমে বেশ ভোগান্তিতে পড়েছে প্রায় সারাদেশের মানুষ। বর্ষা চলে আসায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই তাপমাত্রা খুব বেশি না হলেও জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তিকর অনুভূতি বাড়ছে।