মানুষের মধ্যকর্ণের ভেতর রয়েছে খুব ছোট তিনটি হাড়—ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস। স্টেপিসের রয়েছে একটি ফুট প্লেট, অর্থাৎ পায়ের কাছের বাটির মতো একটা অংশ। কখনো শুধু ফুট প্লেট বা এ তিন হাড়ের সব কটিরই গঠনগত পরিবর্তন হওয়া শুরু হয়। এ পরিবর্তনের ফলে হাড়গুলো স্বাভাবিক অবস্থার মতো শব্দ পরিবহন করতে পারে না। এরপর ধীরে ধীরে বধিরতা, টিনিটাস বা কানে শোঁ শোঁ শব্দ, মাথা ঘোরা, বমি বমি ভাব বা বমি ইত্যাদি হয়। এ অবস্থাকে বলা হয় অটোস্কলেরোসিস।
চিকিৎসা
অটোস্কলেরোসিস রোগ থেকে পুরোপুরিভাবে আরোগ্য লাভ করা যায় না। এ রোগ নিয়ন্ত্রণে রাখতে হয়। অল্প যে কয়েকটি ওষুধ আছে, সেগুলো ব্যবহার করে এ রোগ যাতে আর না বাড়ে বা দুই কানেই না হয়, সেই চেষ্টা করা যায়। এতে সমস্যা হলো, নির্দিষ্ট সময় পরপর চিকিৎসকের কাছে আসতে হয়, পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়; যা সময় ও ব্যয়সাপেক্ষ তো বটেই।