সবকিছুতেই এখন তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া। কৃষি খাতও আধুনিকের বাইরে নেই। বাংলাদেশে কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করছে অনেক উদ্ভাবনী উদ্যোগ বা স্টার্টআপ। এমনই একটি স্টার্টআপ আইফার্মার লিমিটেড। আইফার্মার কৃষকদের আর্থিক পরামর্শ, আবহাওয়ার হালনাগাদ, আধুনিক প্রযুক্তি, শস্য উৎপাদন বৃদ্ধির জন্য নানাভাবে পরামর্শ ও সহযোগিতা করে থাকে।
আইফার্মারের প্রতিষ্ঠাতা ফাহাদ ইফাজ ও জামিল এম আকবর। আইফার্মারের নিবন্ধিত কৃষকের সংখ্যা ৬৪ হাজারের মতো। তাঁদের প্রত্যেকের ৬০ ধরনের তথ্য–উপাত্ত প্রতিষ্ঠানটির তথ্যভান্ডারে।