বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় অঞ্চলে অন্তত ১০ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন বরিশাল বিভাগের, দুজন খুলনা বিভাগের এবং একজন চট্টগ্রামের। এমনটাই উঠে এসেছে ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে। বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের বরাত দিয়ে এই সংখ্যা জানিয়েছে সংবাদ সংস্থাটি।
বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অধিকাংশই নিহত হয়েছেন বিধ্বস্ত ঘর অথবা ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে।’ তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে শুরু হওয়া বৃষ্টিপাত এখনো চলছে এবং একই সঙ্গে বাতাসও বইছে তীব্র গতিতে।’