ফোনে কিংবা ল্যাপটপে নিরাপত্তার জন্য সবাই পাসওয়ার্ড বা পিন ব্যবহার করেন। এছাড়া বিভিন্ন অ্যাপেও পাসওয়ার্ড ব্যবহার করেন। তবে জানেন কি, আপনার একটি পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকারের কতক্ষণ লাগে? একটা ৮ সংখ্যার সাধারণ পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকাররা সময় নেয় ঠিক ৩৭ সেকেন্ড।
তাহলে বুঝতেই পারছেন আপনার নিরাপত্তার জন্য পাসওয়ার্ডটি কতটা শক্তিশালী হওয়া প্রয়োজন। পিন দুর্বল হলে সাইবার অপরাধীদের জন্য তো আরও সুবিধা। তখন যে কোনো সিস্টেম তারা সহজেই হ্যাক করতে পারে। যেমন ‘১২৩৪’ বা ‘০০০০’ হলো দুর্বল পিনের উদাহরণ। অনেক সময় ব্যক্তিগত তথ্যও ‘পিন’ হিসেবে ব্যবহার করেন ইউজাররা। যেমন ফোন নম্বর বা জন্মতারিখ। এগুলো খুব সহজেই অনুমান করা যায়।