পিঠ ও কনুইয়ের চোট থেকে সেরে উঠে লম্বা সময় পর মাঠে নামলেন জফ্রা আর্চার। ফিরে উজ্জ্বল পারফরম্যান্সে ২ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে জয়ে রাখলেন অবদান। সিরিজে এগিয়ে যাওয়ার পর তার প্রশংসায় মাতলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
চার ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টিতে পণ্ড হওয়ার পর বার্মিংহামে গতকাল শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতেছে ইংলিশরা। টস হেরে আগে নেমে তাদের ৭ উইকেটে ১৮৩ রানের জবাবে পাকিস্তানকে ১৬০ রানে বেঁধে ফেলতে দারুণ ভূমিকা রাখেন আর্চার। চার ওভারের কোটা পূরণ করে তিনি দুটি শিকার ধরেন ২৮ রান খরচায়।
এক বছরেরও বেশি সময় পর মাঠে দেখা যায় আর্চারকে। চোটের কারণে গত বছরের মেতে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের পর আর খেলতে পারেননি তিনি। ২৯ বছর বয়সী ডানহাতি তারকা পেসার জাতীয় দলের হয়ে শেষবার নেমেছিলেন আরও আগে। গত বছরের মার্চে বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি।