গাজার ফিলিস্তিনিদের সঙ্গে ইরায়েলিদের নতুন এক যুদ্ধ শুরু হয়েছে। যে যুদ্ধে কট্টর ডানপন্থি ইসরায়েলি বিক্ষোভকারীরা গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। বিশেষে করে কেরেম শালম ক্রসিং দিয়ে। অন্যান্য ক্রসিংয়েও একই কাণ্ড ছড়িয়ে পড়ছে।
বিবিসি জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি ও ভিডিওর রীতিমত বন্যা বইছে। সেসব ছবি ও ভিডিওতে গাজার জন্য পাঠানো ত্রাণের লরি আটকে দিয়ে সেগুলো লুটপাট করতে এবং ত্রাণের প্যাকেট রাস্তায় ছুড়ে নষ্ট করতে দেখা যাচ্ছে।
কট্টর ডানপন্থি বিক্ষোভকারী, যাদের মধ্যে অধিকৃত পশ্চিত তীরে বসতি স্থাপন করা ইহুদিরাও রয়েছে, এই সব ছবি ও ভিডিও অনলাইনে পোস্ট করেছে বলেও জানায় বিবিসি।