চলছে চঞ্চল, নাঈম, তানজিকাদের ‘কালপুরুষ’

প্রথম আলো প্রকাশিত: ২৬ মে ২০২৪, ১১:৩৫

গত বৃহস্পতিবার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে নতুন সিরিজ ‘কালপুরুষ’। বাস্তবতা ও যুক্তিকে হার মানানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল সিরিজটি। মুক্তির আগেই টিজার ও ট্রেলার দিয়ে দর্শকদের মনে আগ্রহ তৈরি করেছে সিরিজটি। সালজার রহমান পরিচালিত সিরিজটি নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


‘কালপুরুষ’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী উর্বি, সুষমা সরকার, রেজওয়ান পারভেজ, জান্নাতুল মাওয়া লাজুকসহ আরও অনেকে। সিরিজে দেখা যাবে পরিচয়হীন এক রহস্যময় মানুষ শেহজাদ চৌধুরীকে। যে চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিরিজটি নিয়ে তিনি বলেন, ‘কালপুরুষ–এর গল্প ও আমার চরিত্র—দুটিই একদম অভিনব। আমাদের এখানে এমন জনরার কাজ খুব কম হয়। সেই সঙ্গে পরিচালক সালজার ও সহশিল্পীরা প্রত্যেকেই তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এখানে। এখন অপেক্ষা দর্শকদের কাছে সিরিজটা পৌঁছানোর।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us