ইলন মাস্কের নকল লাইভ ভিডিও বানিয়ে প্রতারণা

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৭:২৪

ডিপফেক বা কৃত্রিমভাবে তৈরি ভিডিওর মাধ্যমে প্রযুক্তি দুনিয়াতে নানা ধরনের প্রতারণার ঘটনা ঘটেই চলছে। এবার ডিপফেক বা নকল ভিডিওর শিকার হয়েছেন পৃথিবীর শীর্ষ ধনী, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ইউটিউব লাইভের এক ভিডিওতে ইলন মাস্কের ডিপফেক ভিডিও প্রকাশ করে প্রতারণা করেছে একদল সাইবার অপরাধী। ভুয়া এ ভিডিওতে ইলন মাস্ককে ভার্চ্যুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিয়ে আলোচনা করতে দেখা গেছে।

ডিপফেক ভিডিওটিতে ইলন মাস্কের কণ্ঠ ও চেহারা নকল করে বলা হয়, নির্দিষ্ট ওয়েবসাইটে ভার্চ্যুয়াল মুদ্রা জমা রাখলেই দ্বিগুণ মুনাফা পাওয়া যাবে। এ জন্য দ্রুত বিটকয়েন, ইথেরিয়াম বা ডজকয়েন ওয়েবসাইটটিতে জমা রাখতে বলা হয় দর্শকদের। ইলন মাস্কের কণ্ঠস্বর এবং কথা বলার ধরন হুবহু নকল করায় অনেকেই বুঝতে পারেননি ভিডিওটি নকল। তবে ডিপফেক ভিডিও দেখে কতজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us