নতুন বছরে নিয়মিত হতে চান মঞ্চে

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮

আরণ্যক নাট্যদলের সাড়াজাগানো নাটক ‘রাঢ়াঙ’ দিয়ে ১০ বছর পর কলকাতার মঞ্চে পারফর্ম করেছেন চঞ্চল চৌধুরী। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে চার দিনে ছয়টি প্রদর্শনী হয়েছে নাটকটির। প্রতিটি শোতেই ছিল দর্শকের উপচে পড়া ভিড়। মঞ্চের প্রতি মানুষের এই ভালোবাসা আপ্লুত করেছে চঞ্চলকে। সিদ্ধান্ত নিয়েছেন নতুন বছরে মঞ্চে আবারও নিয়মিত হওয়ার। যখনই সুযোগ পাবেন, সেটা প্রতি মাসে বা অন্তত দুই মাসে একবার হলেও পারফর্ম করতে চান মঞ্চে।


কলকাতা থেকে চঞ্চল চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন পর আরণ্যকের সঙ্গে দেশের বাইরে সফরে এসেছি। খুব ভালো লাগছে। চার দিনে ছয়টি শো করেছি। প্রতিটি শো ছিল হাউসফুল। ৬০০, ৮০০ থেকে ১ হাজার লোক উপস্থিত প্রতিটি প্রদর্শনীতে। দাঁড়িয়ে, বসে এমনকি অনেকে সিঁড়িতে বসে আমাদের নাটক উপভোগ করেছেন। গত বছর কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে “হওয়া” সিনেমার প্রদর্শনীর সময় দেখেছিলাম টিকিটের জন্য রাস্তায় হাজার হাজার মানুষের লাইন। এবার মঞ্চনাটকের জন্য দেখলাম মানুষের বিশাল লাইন। এমন দৃশ্য মঞ্চের একজন শিল্পী হিসেবে আমাকে আপ্লুত করেছে। তাঁদের এই উচ্ছ্বাস দেখে ভীষণ অনুপ্রাণিত হলাম। মঞ্চের শক্তিটা নতুন করে বুঝতে পারলাম। তাই সিদ্ধান্ত নিয়েছি মঞ্চে নিয়মিত হওয়ার।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us