স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলে তার ইতিবাচক প্রভাব পড়ে শিক্ষার্থীর পড়াশোনা ও মানসিক সুস্থতায়, এমনই দাবি যুক্তরাজ্যের শিক্ষাবিদদের।
গত কয়েক বছর ধরে ইংলিশ চ্যানেলের দ্বীপ গের্নসি ও জার্সির বেশিরভাগ মাধ্যমিক স্কুল এ ধরনের নীতিমালা গ্রহণ করেছে যাতে কম বয়সী শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন বিভিন্ন ডিভাইস ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে।