ডা. মো. আরমান হোসেন রনি
থাইরয়েড মানবদেহের অন্যতম এক গুরুত্বপূর্ণ অঙ্গ, যা গলার কাছাকাছি থাকে। এর থেকে একাধিক গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়। থাইরয়েডে কোনো ধরনের সমস্যা হলে হরমোন নিঃসরণেও ভারসাম্য বজায় থাকে না। এই হরমোনের ঘাটতি বা আধিক্যের কারণে ব্যাপক শরীরবৃত্তীয় পরিবর্তন ঘটে।
দেশের শতকরা ৩০ ভাগ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। সব বয়সী ও শ্রেণির মানুষের এই রোগ হয়। তবে নারীদের বেশি হয়। এর মধ্যে প্রায় ২ শতাংশ নারী এবং প্রায় ০.২ শতাংশ পুরুষ থাইরয়েড হরমোন বৃদ্ধিজনিত সমস্যায় ভোগেন। ২০-৩০ বয়সের মধ্যে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।