প্রযুক্তিবিশ্বে আলোচিত ৫ প্রতিযোগিতার গল্প

প্রথম আলো প্রকাশিত: ২৫ মে ২০২৪, ১২:৪৩

কম্পিউটার আবিষ্কারের পর থেকেই বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের মধ্যে নানা বিষয়ে প্রতিযোগিতা চলছে। বিশেষ করে নতুন প্রযুক্তি উদ্ভাবন ও বাজার দখল নিয়ে প্রযুক্তিবিশ্বে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ঘটনা চলে আসছে বহু বছর ধরে। এমনই কিছু আলোচিত প্রতিযোগিতার তথ্য জেনে নেওয়া যাক।


অ্যাপল বনাম মাইক্রোসফট
প্রযুক্তিবিশ্বে সর্বকালের সেরা প্রতিযোগী হিসেবে মাইক্রোসফট ও অ্যাপলের নাম সবার আগে বলা হয়ে থাকে। এই প্রতিযোগিতা ১৯৮০ দশকের মাঝামাঝি সময়ে শুরু হয়েছে। প্রথম দিকে শুধু দুই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও বিল গেটসের মধ্যে প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা দুটি প্রতিষ্ঠানের মধ্যে ছড়িয়ে পড়েছে। মাইক্রোসফটের কম্পিউটার বনাম অ্যাপলের ম্যাক, উইন্ডোজ বনাম ম্যাকওএস, আইফোন বনাম উইন্ডোজ মুঠোফোনের মতো বিভিন্ন বিভাগে এ প্রতিযোগিতা চলছে। দুটি প্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকলেও শুরুর গল্পটা ছিল অন্য রকম। ১৯৮০ দশকের শুরুর দিকে মাইক্রোসফট অ্যাপল ২ কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরির কাজ পায়। তবে মাইক্রোসফট গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করে অপারেটিং সিস্টেম চালুর পর সেটি নকলের অভিযোগ করেন জবস। ফলে জবসের সঙ্গে গেটসের সম্পর্ক নষ্ট হয়।


এএমডি বনাম ইন্টেল
চিপশিল্পের বাজারে এগিয়ে থাকতে কয়েক দশক ধরেই প্রতিযোগিতা করছে ইন্টেল ও এএমডি। ১৯৬০–এর দশকের শেষের দিকে দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলেও ১৯৯০ দশকের পরে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। ইন্টেল ১৯৭৬ সালে এএমডির সঙ্গে চুক্তি করে। শুধু তা–ই নয়, ১৯৮২ সালে নিজেদের মধ্যে প্রযুক্তি বিনিময়ের চুক্তিও করেছিল প্রতিষ্ঠান দুটি। কিন্তু সে সময় প্রযুক্তিপ্রতিষ্ঠান আইবিএম শুধু ইন্টেল থেকে চিপ নেওয়ার পক্ষে ছিল না। ফলে তারা মাইক্রোপ্রসেসরের জন্য এএমডির সঙ্গে চুক্তি করে। ইন্টেল সে সময় এএমডির কাছে মাইক্রোপ্রসেসরের লাইসেন্স দিতে অস্বীকার করলে প্রতিষ্ঠান দুটির মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয়। ফলে দুটি প্রতিষ্ঠানই একে অপরের বিরুদ্ধে মামলা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us