বিএনপি-জামায়াতের ভোটের দিকে চেয়ে আ.লীগ নেতারা

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১২:২৩

চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্রীয়ভাবে বর্জন করেছে বিএনপি। এর পরও অনেক এলাকায় কিছু নেতা দলের সিদ্ধান্ত না মেনে এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। কেউ আবার নিজে নির্বাচন না করলেও প্রার্থীদের পক্ষে কাজ করছেন। ভোটে অংশ নেওয়া দলের নেতারাও বিএনপি-জামায়াতের এ ধরনের কর্মী-সমর্থকদের কাছে টানার চেষ্টা করছেন। কক্সবাজারের চকরিয়া উপজেলায়ও এমন চিত্র রয়েছে।


দ্বিতীয় দফায় কক্সবাজারের তিন উপজেলায় ভোট গ্রহণ হবে ২১ মে। এর মধ্যে চকরিয়া উপজেলায় সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন স্থানীয় নেতারা। চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম এখানে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে ভোটে লড়ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলুল করিম ওরফে সাঈদী। জাফর আলম সাবেক সংসদ সদস্য ছাড়াও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভা মেয়র ছিলেন। সে হিসেবে এই উপজেলায় আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us