একের পর এক বহিষ্কার করার পরও উপজেলা ভোটের মাঠ থেকে সরানো যাচ্ছে না বিএনপির তৃণমূলের নেতাদের। এ নির্বাচনকে কেন্দ্র করে দলটি এ পর্যন্ত ১৯২ নেতাকে বহিষ্কার করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে শেষ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে। এত তৃণমূল নেতার বহিষ্কারের ঘটনা এবং এর পরিণতি কী হতে পারে, এ নিয়েও দলে নানা আলোচনা আছে।
এবারের উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে হবে। এর মধ্যে তিন ধাপের নির্বাচনে ১৯২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। চতুর্থ ধাপের প্রার্থিতা এখনো বাকি রয়েছে।
তবে প্রথম ধাপের নির্বাচনের পর বিএনপির দায়িত্বশীল নেতাদের ধারণা ছিল, এ ধাপে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই ভোটে পরাজিত হওয়ার কারণে পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে অনেকে ভোটে থাকবেন না। কিন্তু সে রকম কিছু হয়নি। যদিও প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ও তৃতীয় ধাপে দলীয় নেতাদের প্রার্থী হওয়ার সংখ্যা তুলনামূলক কিছুটা কমেছে। বিএনপির নেতারা সেটাকে সন্তোষজনক মনে করছেন না।