হঠাৎ গাড়ির ব্রেক ফেল করলে কী করবেন?

প্রথম আলো প্রকাশিত: ১৬ মে ২০২৪, ১৭:০৭

ফাঁকা হাইওয়ে। গান চালিয়ে বেশ গতিতেই গাড়ি নিয়ে ছুটছেন গন্তব্যের দিকে। হঠাৎ খেয়াল করলেন, গাড়ির ব্রেক কাজ করছে না। সেই সময় অনেকেরই মাথাও কাজ করে না। হুলুস্থুল করে নানা ভুলভাল কাজ করে ফেলেন কেউ কেউ। তাতে জীবননাশের মতো ঘটনাও ঘটতে সময় লাগে না। কী করবেন তখন?


চলুন আগে জেনে নিই, ওই মুহূর্তে কোন কাজগুলো করবেন না...


এলোমেলো স্টিয়ারিং ঘোরানো—একেবারেই নয়


নিয়ন্ত্রণহীন গাড়ির গতি কমাতে স্টিয়ারিং হুইল এদিক–সেদিক করবেন না। এতে গতি কমবে না, বরং গাড়ি আরও বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে।


দরজা খুলে পা নামানো নয়


অনেকে মনে করেন, ব্রেক ফেল হলে গাড়ির দরজা খুলে পা রাস্তায় নামিয়ে যতটা পারা যায় গাড়ির গতি কমিয়ে আনা সম্ভব। কিন্তু, না। ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে থাকা গাড়ির গতি এভাবে কমবে, এমনটা আশা করাও বোকামি। উল্টো আপনার পা মচকে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us