এবার ‘ডুন’ সিরিজে আসছেন টাবু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২৪, ১৩:১৩

তিন দশকের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করা ভারতীয় অভিনেত্রী টাবুকে আবারো দেখা যাবে হলিউডে। এবার তিনি আসছেন এইচবিও ম্যাক্সের ডুন সিরিজের প্রিক্যুয়েল ‘ডুন: প্রফেসি’তে।


ইন্ডিয়া টুডে লিখেছে, এই পর্বে টাবু সিস্টার ফ্রান্সেসকার চরিত্রে অভিনয় করবেন, যা এ সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রনসহ যুক্তরাষ্ট্রের আরও অনেকে অভিনয় করছেন এ পর্বে।


‘সিস্টারহুড অব ডুন’ উপন্যাস অবলম্বনে লেখা হয়েছে এর চিত্রনাট্য। অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হলেও ‘ডুন: প্রফেসি’র প্রিমিয়ারের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us