ত্বক থেকে চুল কিংবা চর্মরোগ থেকে চোখের পানি- এসবের বাহ্যিক অবস্থা থেকে দেহের অনেক রোগের লক্ষণ প্রকাশ পায়।
তবে শরীরবিদ্যায় একটি অঙ্গ প্রায়ই এড়িয়ে যাওয়া হয়। সেটা হল পায়ের পাতা।
“স্নায়ুতন্ত্রের মাধ্যমে শরীরের একেবারে নিচের অংশ থেকে মস্তিষ্ক পর্যন্ত যোগাযোগ স্থাপন করে পা ও পায়ের পাতা। এর মাধ্যমে দাঁড়ানো, ভারসাম্য রক্ষা এমকি রক্ত পাম্প করে ওপরের দিকে ঠেলে হৃদপিণ্ডে পৌঁছানোর ব্যাপারেও ভূমিকা রাখে দেহের এই অংশ”- সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ব্যাখ্যা করেন যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের স্নায়ু ও মনো-বিজ্ঞান বিভাগের শিক্ষক ডা. ড্যান বামগার্ডট।