বলিউড তথা মুম্বাইয়ের বিখ্যাত একটি ছায়াছবির নাম ‘মুন্না ভাই এমবিবিএস’। কেবল মারপিট আর হৈ-হুল্লোড় মার্কা নয়, নিতান্তই নিটোল তাৎপর্যপূর্ণ, নিটোল এবং শিক্ষণীয় একটি ছায়াছবি। ছবিতে দেখা যায় নায়ক পেশাগত ডাক্তার নন; ডাক্তার হওয়ার শখ আছে, কিন্তু সাধ্যি নেই। তিনি ভয়ভীতি দেখিয়ে নকল করে, পরীক্ষা দিয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন।
আশ্চর্যের ব্যাপার, ডাক্তার না হয়েও শিশুসুলভ গান, হাসি-তামাশা ও সংবেদনশীল মনের জন্য হাসপাতালের রোগীরা মুন্না ভাইয়ের ভক্ত হয়ে ওঠে। কথায় আছে, ইলেম না থাকলে কী হবে, হেলেম বা কাণ্ডজ্ঞান তো আছে। বিখ্যাত ডাক্তারদের প্রেসক্রিপশন যা করতে পারে না, মুন্না ভাইয়ের ‘ডেসক্রিপশন’ তা-ই করে দেয়। অর্থাৎ তার মানবিক আচরণে রোগী সুস্থ হয়ে ওঠে।