গ্রীষ্মের শুরুতেই প্রচণ্ড তাপপ্রবাহ দেশবাসীকে বিপর্যস্ত করে ফেলেছিল। বিভিন্ন জায়গা থেকে সংবাদ আসছিল হিটস্ট্রোকে মৃত্যুর। পানিশূন্যতা, লবণশূন্যতা, তাপজনিত নানা রোগবালাই বাড়ছিল। এ তাপপ্রবাহের কারণে মৌসুমের সবচেয়ে বড় বিপদ ডেঙ্গুর বিষয়টি অনেকটা আড়ালে চলে যায়। দেশের আনাচকানাচে যে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়া শুরু করেছে, তা যেন খেয়াল করা হয়নি।
তাপপ্রবাহ শেষে বৃষ্টি ও ঝড়ের পর ডেঙ্গুর ঝুঁকি এখন বেশ বেড়েছে। সামনে আসছে বর্ষা। এ মৌসুম থেকে একেবারে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত থাকবে ডেঙ্গুর প্রকোপ। গত বছর ডেঙ্গু মৌসুম প্রায় শীত পর্যন্ত প্রলম্বিত হতে দেখা গেছে। মৃত্যুহারও ছিল অন্যান্য বছরের চেয়ে বেশি।