ঢাকার বাতাসে দেড় কোটি টন কার্বন, সৃষ্টি হচ্ছে নানা রোগব্যাধি

যুগান্তর প্রকাশিত: ১২ মে ২০২৪, ২৩:০১

ঢাকার বাতাসে প্রায় দেড় কোটি টন কার্বন নিঃসরণ হচ্ছে, এতে সৃষ্টি হচ্ছে নানা রোগব্যাধি। জলবায়ু কর্মপরিকল্পনার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।


প্রতিবেদনে উল্লেখ করা হয়, নয়টি খাতে রাজধানী ঢাকা থেকে বছরে ১ কোটি ৩৩ লাখ ১০ হাজার টন সমপরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৭৬ লাখ ৫০ হাজার টন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫৬ লাখ ৬০ হাজার টন কার্বন নিঃসরণ করছে; যা ঢাকার পরিবেশ নষ্ট, তাপমাত্রা বৃদ্ধি ও নানা রোগব্যাধি সৃষ্টিতে ভূমিকা রাখছে। 


রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘জলবায়ু কর্মপরিকল্পনা’র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us