ইসরায়েলের কারণে যদি ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তবে দেশটি পারমাণবিক বোমা তৈরির বিষয়ে যে অবস্থান, তা পরিবর্তনের বিষয়টি বিবেচনা করবে। এমন হুমকিই উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা কামাল খারাজি। ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের এই কর্মকর্তা এমন এক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে এই বার্তা উচ্চারণ করলেন, যখন দুই দেশের মধ্যেই নিকট অতীতে বড় ধরনের সংঘর্ষ ঘটে গেছে। তাও আবার ইতিহাসে প্রথমবারের মতো সেই ঘটনা ঘটেছে। খারাজি বলেন, ‘আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, তবে ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া কোনো উপায় থাকবে না।’