বার্লিনে হঠাৎ বন্ধ হলো টেসলার কারখানা, কেন

প্রথম আলো প্রকাশিত: ০৯ মে ২০২৪, ১৬:৪৪

জার্মানির বার্লিনে অবস্থিত নিজেদের কারখানায় আরও বেশি গাড়ি তৈরির উদ্যোগে নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এ জন্য ‘গিগাফ্যাক্টরি’ নামের কারখানাটির আকারও বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। তবে দেশটির পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরেই টেসলার কারখানা সম্প্রসারণের বিরোধিতা করছেন। এ আন্দোলন চলাকালে হঠাৎ করেই সাময়িকভাবে নিজেদের কারখানা বন্ধ করে দিয়েছে টেসলা।


জানা গেছে, গত ৭ মে পরিবেশবাদীদের আন্দোলন চলাকালে কারখানার এক অংশে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ৮ মে রাতে কাজ শেষে কারখানার সব কর্মচারীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয় টেসলা। এ বছরের শুরুতেও কারখানাটিতে আরও একবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। তখন বিদ্যুৎ–বিভ্রাটের কারণে এক সপ্তাহ ধরে কারখানার উৎপাদন বন্ধ ছিল। ভলকানো গ্রুপ নামের একদল পরিবেশবাদী বিক্ষোভ চলাকালে কারখানায় হামলার দায় স্বীকার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us