অল্প কিছুদিনের মধ্যেই ২০২৪-২৫ অর্থবছরের নতুন বাজেট আমাদের নতুন অর্থমন্ত্রী সংসদে উপস্থাপন করবেন। সম্পূর্ণ ব্যর্থ সাবেক অর্থমন্ত্রীর পর আসছে নতুন মন্ত্রীর নতুন বাজেট। সবার মনেই ভয়, না জানি কী হয়! কারণ, অতীতের অভিজ্ঞতা ভালো নয়। সাবেক মন্ত্রী খোলাখুলি বলতেন, ‘ব্যবসাবান্ধব, ব্যবসায়ীবান্ধব’ বাজেটের কথা। তিনি নয়-ছয় সুদনীতি করে সঞ্চয়কারীদের সর্বনাশ করেছিলেন। আর সস্তায়, অতিসস্তায় ঋণের ব্যবস্থা করেছিলেন। সঞ্চয়পত্রকে করেছিলেন নিরুৎসাহিত। বারবার বলেছিলেন বিনিয়োগের কথা, ব্যবসার খরচের কথা। কত বড় বড় কথা! কিন্তু শেষ পর্যন্ত অশ্বডিম্ব। এ প্রেক্ষাপটেই নতুন বাজেট উপস্থাপিত হবে জুন মাসের প্রথম সপ্তাহে।
আগে আমরা ছিলাম কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শিকার। এখন আরেকটি যোগ হয়েছে—গাজা-ইসরায়েল এবং ইসরায়েল-ইরান-সংকট। বিশ্ব এখনো অস্থির। চারদিকে নানা আশঙ্কা, অস্থিরতা, অস্থিতিশীলতার খবর। বিশ্বের দুই নম্বর অর্থনীতির দেশ চীনের অর্থনীতির অধঃগমনের খবর। বোঝাই যাচ্ছে, বৈশ্বিক সংবাদ ভালো নয়। পুনরুদ্ধারের আশা একটু দুরাশা। হুতিদের উৎপাতে আমাদের ‘শিপিং ব্যয়’ বৃদ্ধিজনিত কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য বিঘ্নিত।